আবারও চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Date: 2024-09-21
news-banner

স্বাধীন ডেস্ক : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হোসেন মোল্লা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে, যখন নাজমুলকে চোর সন্দেহে এলাকাবাসী আটক করে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

নাজমুল হোসেন মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের বাসিন্দা এবং আহম্মেদ মোল্লার ছেলে। শনিবার ভোরবেলায় রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের রাস্তায় নাজমুলসহ তিনজন ব্যক্তি বিদ্যুতের ট্রান্সমিটার নিয়ে হাঁটছিলেন। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে দুইজন পালিয়ে যায়, কিন্তু নাজমুল ধরা পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে চোর সন্দেহে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে হাসপাতালে ফেলে রেখে যায় কেউ, তবে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসরাত জাহান উম্মন জানান, সকাল ৮:৪৫ মিনিটে হাসপাতালের সিঁড়িতে আহত অবস্থায় নাজমুলকে পাওয়া যায়। তার নাম-ঠিকানা বলতে সক্ষম হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ১:৩০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার পর কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ১১টি মামলা রয়েছে, যা এই ঘটনার প্রেক্ষিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


Leave Your Comments