নিখোঁজ ফাহিমের সন্ধান চায় পরিবার

Date: 2024-09-15
news-banner
নিখোঁজ ফাহিমের সন্ধান চায় পরিবার। 
 মো: ফাহিম গতকাল আনুমানিক আসর নামাজ পড়ে হারিয়ে যায়। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। দয়া করে কেউ যদি দেখে থাকেন যোগাযোগ করবেন। সে ( হাহ্ফিজুল কুরআন মডেল  মাদ্রারাসা) সিরাজগঞ্জ সদর স্টেডিয়াম রোডে হিফজ বিভাগের ছাত্র।  সে মাদ্রাসায় পড়া অবস্থায় কালকে খেলতে বের হলে আর মাদ্রাসায় ফিরে আসে নাই।

নাম: মো: ফাহিম সেখ 
ঠিকানা: রামগাঁতী, সিরাজগঞ্জ সদর
বয়স: ১৩ বছর ৮ মাস
যোগাযোগ: ০১৭০৬৯৯৫৭২৩ 

Leave Your Comments