ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: 'হামাস আর কখনোই গাজা শাসন করবে না'

Date: 2024-10-18
news-banner
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস আর কখনোই গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে না। তিনি এই মন্তব্য করেন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করার পর।

তার বক্তব্য
নেতানিয়াহু বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে বলেন, “হলোকাস্টের পর আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে এমন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হামাস আর গাজা শাসন করবে না।” নেতানিয়াহুর এই মন্তব্য ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধকৌশল এবং হামাসের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানকে নির্দেশ করে।

গাজায় যারা ইসরায়েলি নাগরিকদের বন্দি করে রেখেছে, তাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, “যে ব্যক্তি তার অস্ত্র সমর্পণ করে বন্দিদের ফিরিয়ে দেবে, তাকে মুক্তি দেয়া হবে। আর যারা তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় থাকবে।”

ইসরায়েলের প্রতিক্রিয়া
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বে টুইটার) বলেন, “সিনওয়ারকে হত্যা করার ঘটনা আমাদের শহীদ সৈন্যদের পরিবার এবং বন্দিদের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমরা প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছি এবং তা অব্যাহত থাকবে।”

বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা সংস্থা যৌথভাবে নিশ্চিত করেছে যে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে বুধবার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন।

সিনওয়ারের মৃত্যু
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গাজার রাফায় বুধবারের এক হামলায় ইসরায়েলি সেনারা একটি ভবনে হামাস যোদ্ধাদের দেখতে পায় এবং হামলা চালানোর নির্দেশ দেয়। পরবর্তীতে সেখান থেকে তিনটি মৃতদেহ পাওয়া যায়, যার মধ্যে একটিকে সিনওয়ার বলে চিহ্নিত করা হয়েছে।

তবে হামাস এখনও ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

নেতানিয়াহুর আহ্বান
এই সংঘাতময় পরিস্থিতিতে নেতানিয়াহু এই অঞ্চলের জনগণকে “অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং পুরো অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার” আহ্বান জানান।

Leave Your Comments