চাঁদপুরে হামাইচরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

Date: 2024-09-23
news-banner

চাঁদপুরের হাইমচরে মর্মান্তিকভাবে মেঘনা নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নীলকমল ইউনিয়নের ঈশাবালা মাছঘাট এলাকায়। নিহতরা হলেন মোহাম্মদ হোসেন (৮) এবং মরিয়ম আক্তার (৬), যারা ওই গ্রামের ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসেন ও মরিয়ম আক্তার পরিবারের কাউকে না জানিয়ে নদীর পাড়ে খেলতে যায়। খেলতে গিয়ে সম্ভবত তাদের মধ্যে একজন নদীতে পড়ে যায়, এবং আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।

নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সউদ আল নাছের জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, তারা নদীর পাড়ে খেলার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর অকাল মৃত্যুতে তাদের পরিবার ও স্থানীয়রা গভীরভাবে শোকাহত।


Leave Your Comments