হাজারীবাগে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত

Date: 2024-11-16
news-banner

ঢাকার হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. জিয়াউর রহমান জিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত জিয়া ২২ নম্বর ওয়ার্ড বিএনপির একজন নেতা।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত জিয়াকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়।

আহত জিয়ার বন্ধু শামীম জানান, “বিএনপি'র ২২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এই সময় প্রতিপক্ষ গ্রুপ এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে জিয়া গুরুতর আহত হয়। আমরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাজারীবাগ থেকে গুরুতর আহত অবস্থায় একজন বিএনপি নেতাকে ঢামেকে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার সূত্রপাত ও দুই গ্রুপের সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

Leave Your Comments