জামায়াত আমির: "গুরুত্বপূর্ণ সংস্কার শেষে সুষ্ঠু ও অবাধ নির্বাচন জাতির প্রত্যাশা"

Date: 2024-10-12
news-banner
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়ন শেষে দেশবাসী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য। এই ঐক্য রক্ষা ও রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারের জন্য জামায়াত ৪১ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে।

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, "আমরা বিগত সরকারের আমলে জুলুমের শিকার হয়েছি। তবে আমরা চাই না যে, কোনো ব্যক্তি বা দল নির্যাতনের শিকার হোক, কিংবা কেউ দেশ ছেড়ে পালাতে বাধ্য হোক।"

তিনি আরও বলেন, "প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ১১ জন জাতীয় শীর্ষ নেতাকে শহীদ করা হয়েছে। কিন্তু তারা পালানোর চেষ্টা করেননি। শহীদ মীর কাসেম আলীকে দেশে ফিরতে অনেকেই মানা করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, 'আমি যদি না আসি, তাহলে তারা মনে করবে আমি মানবতাবিরোধী অপরাধী।'"

এ সময় মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সমাবেশ পরিচালনা করেন। আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমির আনওয়ার হোসাইন খান এবং জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান।

Leave Your Comments