গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,১৪৪

Date: 2024-10-01
news-banner

 গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে ১,১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (১ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে পৌঁছেছে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২ জনে।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে, যেখানে এক মাসেই ৮০ জন মারা গেছেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ১৬৩। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ডেঙ্গুর এই ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


Leave Your Comments