তাড়াশে এক রাতে একই বাড়ি থেকে ৭ টি গরু চুরি

Date: 2024-09-19
news-banner

স্বাধীন ডেস্ক :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চুরির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু এর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না। সর্বশেষ ঘটনায়, গত রাতে  (১৮ সেপ্টেম্বর) উপজেলার ভাদাস গ্রামের বাসিন্দা আয়নাল হকের খামার থেকে ৭টি উন্নত জাতের গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক দীর্ঘদিন ধরে তার খামারে উন্নত জাতের গরু পালন করছিলেন। রাতের বেলায় খামারের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা কোনোভাবে এই গরুগুলো চুরি করে নিয়ে যায়। সকালে খামারে এসে চুরির বিষয়টি টের পান আয়নাল হক ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তাড়াশে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একের পর এক চুরি হলেও এর কোনো প্রতিকার হচ্ছে না। চুরির ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে দাবি করছেন তারা। আয়নাল হকও চুরির বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।



Leave Your Comments