গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
Date: 2024-12-03
গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ১:৩০) চলমান রয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে গেলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল।
স্থানীয়দের দাবি, দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। তবে মঙ্গলবারের সংঘর্ষে তা চরম আকার ধারণ করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more