গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে লক্ষ্মী সরকারের পাশাপাশি তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮) এবং মহসিন উদ্দিন খান (২০) নামে একজন পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, লক্ষ্মী সরকার গত দেড় মাস ধরে তারাশী গ্রামের একটি ভাড়া বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা মৌখিকভাবে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা লক্ষ্মী সরকারসহ চারজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে এবং আমরা বিষয়টি তদন্ত করছি।”
তিনি আরও জানান, বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।