গোপালগঞ্জে একটি ইজিবাইককে বাসের ধাক্কায় রেজওয়ান সরদার (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মোড়ে। এ ঘটনায় ইজিবাইক চালক রিয়াজুল মোল্লা গুরুতর আহত হয়েছেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রেজওয়ান সরদার গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মাসুম সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সেই সঙ্গে তিনি গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পোশাকের ব্যবসাও করতেন।
প্রত্যক্ষদর্শী যাত্রী মিজানুর রহমান জানিয়েছেন, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার উদ্দেশে ছেড়ে আসা স্টার এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মোড়ে পৌঁছালে, একই দিক থেকে আসা একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী রেজওয়ান সরদার ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসের চালক সামান্য সামনে গিয়ে বাসটি রেখে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়, যার ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক করে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more