গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার: মো. নাহিদ ইসলাম

Date: 2024-11-18
news-banner

 অন্তর্বর্তী সরকার সারা বিশ্ব থেকে সমর্থন পেয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই সরকার কেয়ারটেকার নয়, বরং একটি বিপ্লবী সরকার, যার উদ্দেশ্য শুধু নির্বাচন দেওয়া নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা।

সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

মো. নাহিদ ইসলাম বলেন, “জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা কমনওয়েলথের সহযোগিতা চাই। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সহায়তা কামনা করছি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী শাসন থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। সংস্কার সম্পন্ন হলেই নির্বাচন দেওয়া হবে। দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে এই সরকার প্রস্তুত।”

বৈঠকে প্রফেসর লুইস ফ্রান্সেচি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগে সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথ সমর্থন করবে। বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

তিনি শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান এবং কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়া ড. দিনুসা নিহারা। বৈঠক শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বৈঠক অন্তর্বর্তী সরকারের সংস্কারমুখী নীতির প্রতি আন্তর্জাতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উঠে এসেছে।

Leave Your Comments