গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি ঘোষণা: ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি নুরুল হক নুরের

Date: 2024-10-29
news-banner

 গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন যে, গণঅধিকার পরিষদ আসন্ন নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে এককভাবে প্রার্থী দেবে। তিনি এও বলেন, বিএনপির সঙ্গে তারা কোনো আনুষ্ঠানিক জোটে যুক্ত হননি এবং জাতীয় সরকার গঠন কিংবা আসন ভাগাভাগির পরিকল্পনাও নেই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে বরিশাল নগরীর চৌমাথায় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুর। সেখানে গণমাধ্যমে তিনি জানান, "আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন করেছি। তবে আন্দোলনের পর থেকে বিএনপি বিভিন্ন কার্যক্রমে আমাদের বাধা দিচ্ছে, যা আমাদের হাইকমান্ডকে জানানো হয়েছে। ফলে বিএনপি থেকে প্রেস রিলিজের মাধ্যমে সহযোগিতা প্রকাশ করা হয়েছে।"

উক্ত জমায়েতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave Your Comments