ঢাকা, ১৭ অক্টোবর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর বিচার বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়। এতে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়ার পরিকল্পনা করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
ট্রাইব্যুনালে দায়ের করা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতেই শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আদালতে অভিযোগ উপস্থাপন করার সময় বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন দমন করতে শেখ হাসিনার সরকারের প্রত্যক্ষ নির্দেশে সহিংসতা এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ট্রাইব্যুনালের বিচারকরা সকালে আদালতে উপস্থিত হন এবং আনুষ্ঠানিক বিচারকাজের সূচনা করেন। প্রসিকিউশন টিম জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি হলে ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এর আগে, ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামও ইন্টারপোলের সহায়তায় পলাতক আসামিদের ধরার বিষয়ে আলোচনা করেছিলেন।
শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদেরও বিভিন্ন মামলায় জড়িত দেখিয়ে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া শুরু হবে বলে প্রসিকিউটর টিম জানায়। জনমনে উত্তেজনা সৃষ্টি হওয়া এই বিচারের শুরুতে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আদালতসূত্র জানিয়েছে, বিচারের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির বিধান নিশ্চিত করার চেষ্টা করা হবে।