গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না- সারজিস আলম

Date: 2024-11-19
news-banner

 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার এবং প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার এই পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, “গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।” তার এই মন্তব্য নিয়ে সংশ্লিষ্ট মহলে নিন্দা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, “ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।”

হাসনাত আরও যোগ করেন, “জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, তারা ২৪-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া অন্য কোনো বক্তব্য দিতে পারে না।”

এই ধরনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এসব মন্তব্যকে অস্থিতিশীলতা উসকে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে, কিছু মহল এটিকে "জনগণের ন্যায্য আকাঙ্ক্ষার প্রকাশ" হিসেবে উল্লেখ করছে।

এ ধরনের উসকানিমূলক মন্তব্যের কারণে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

Leave Your Comments