শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি উত্থাপন করেন।
মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘সারা বাংলায় খবর দে-গুচ্ছ প্রথার কবর দে’, ‘গুচ্ছের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘গুচ্ছ প্রথার অপর নাম, সেশনজট সেশনজট’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’।
মানববন্ধনে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব ও রিমকাতুল অথৈ, ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান এবং নৃবিজ্ঞান বিভাগের তোফাজ্জল।
বক্তারা বলেন, গুচ্ছ পদ্ধতি একটি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের জন্য উপকারের বদলে ভোগান্তি ডেকে আনছে। এই প্রক্রিয়ায় শাবিপ্রবির গুণগত মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, "আমরা কোনো পরীক্ষামূলক কীট নই। আমাদের নিয়ে এভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো বন্ধ করুন। দ্রুত স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আয়োজন করুন।"
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছেন। প্রশাসন থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।