গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ১৩ জন আহত, বিক্ষোভ মিছিল

Date: 2024-11-16
news-banner

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হাসান চারমাথা মোড়ের ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পেয়ে দোকানদারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে মারুফ ফোন করে তার সহযোগীদের ডেকে ধারালো চাকু নিয়ে দোকানে ফিরে আসেন এবং দোকানদারকে আঘাত করার চেষ্টা করেন।

এ সময় আশপাশের লোকজন বাধা দিলে মারুফ এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন। এতে অন্তত ১৩ জন আহত হন। স্থানীয়রা ধাওয়া করে মারুফকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন:

  • পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল
  • পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া
  • পৌর যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক ফুল মিয়া
  • পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকার
    এছাড়া অন্যান্য আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের প্রতিবাদে ঘটনার পরপরই গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন জামায়াত ও জাসাসের নেতাকর্মীরা।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক মারুফ হাসানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আহতদের চিকিৎসা এবং মামলার কার্যক্রম চলছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

Leave Your Comments