দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত

Date: 2024-11-04
news-banner
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে সিমেন্ট মিক্সচার ট্রাকের ধাক্কায় সিমেন্ট মিক্সচার ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে পৌরশহরের বাসস্ট্যান্ড চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, কারণ চালক পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক পঞ্চগড় থেকে বালুবোঝাই করে পৌরশহরের চারমাথা মোড়ের পাশে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি সিমেন্ট মিক্সচার ট্রাক এসে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিমেন্ট মিক্সচার ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের সহকারী কেবিনে আটকা পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের লিডার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ট্রাকের চালক রিবুল হোসেন (৩৩) ও তার সহকারী জুয়েল রানাকে (৩০) আটক করে পুলিশ। ট্রাক দু’টি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments