'গজিনি ২' নিয়ে নতুন পরিকল্পনা, হিন্দি ও তামিলে একসঙ্গে শুটিং, আমির ও সূরিয়ার দ্বৈরথ!

Date: 2024-10-23
news-banner

চলতি মাসে জানা গিয়েছিল, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ‘গজিনি ২’ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। প্রযোজক অল্লু অরবিন্দ এবং মধু মন্টেনার সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন তিনি। যদিও চিত্রনাট্যে কিছু পরিবর্তনের প্রয়োজন মনে করেছেন আমির, তবে ছবির গল্প তাঁর বেশ পছন্দ হয়েছে। প্রযোজকরা আমিরের পরামর্শ অনুযায়ী চিত্রনাট্যে ঘষামাজা করার প্রক্রিয়া শুরু করেছেন।

এবার জানা গেল, ‘গজিনি ২’ শুধু হিন্দি নয়, তামিল ভাষাতেও তৈরি হবে। তামিল সংস্করণের জন্য প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা সূরিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৮ সালে আমির খানের বলিউডে মুক্তি পাওয়া ‘গজিনি’ ছবিটি আসলে তামিল ছবিরই রিমেক ছিল, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সূরিয়া। এবারও, ‘গজিনি ২’-এর হিন্দি ও তামিল দুই সংস্করণে আলাদা তারকাদের নিয়ে একই সময়ে শুটিং শুরু হবে, আর দুটি ছবিই একই সঙ্গে মুক্তি পাবে।

প্রযোজক অল্লু অরবিন্দ এবং মধু মন্টেনা পরিকল্পনা করছেন যে, রিমেকের পুরনো ফর্মুলার পরিবর্তে একই সময়ে দুটি সংস্করণ তৈরি করা হবে। কারণ, সামাজিক মাধ্যমে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই একই ছবি একাধিক সংস্করণে আলাদা সময়ে মুক্তি দিলে সাসপেন্স বা গল্পের বৈচিত্র্য রক্ষা করা সম্ভব নয়। এই কারণেই আমির খান ও সূরিয়ার অভিনীত দুটি ছবির শুটিং একসঙ্গে করা হবে এবং একইসঙ্গে মুক্তি দেওয়া হবে।

সূরিয়া ইতিমধ্যেই এই ছবির জন্য আলোচনায় বসেছেন এবং তিনি জানান যে, ‘গজিনি ২’ নিয়ে তিনিও দারুণ উত্তেজিত। আমির খান ও সূরিয়া দুই ভাষার দর্শকদের জন্য নতুন কিছু আনতে চলেছেন, যা দুই ইন্ডাস্ট্রির ভক্তদের জন্য একটি বড় আকর্ষণ হতে পারে।

'গজিনি ২' ছবিটি যে বড় ধরনের আলোড়ন তুলতে যাচ্ছে, তা এখন থেকেই স্পষ্ট।

Leave Your Comments