গাজীপুরে তালাকের পর স্বামীর আগুনে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু

Date: 2024-10-18
news-banner

গাজীপুরের কালিয়াকৈরে তালাকের খবর শোনার পর ক্ষিপ্ত হয়ে স্বামী তানভীর আহাম্মেদ ঘুমন্ত স্ত্রী মোর্শেদা বেগম (২২) ও শাশুড়ির শরীরে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মোর্শেদা বৃহস্পতিবার সকালে এবং তার শাশুড়ি ফুলজান বেগম রাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মোর্শেদা নাটোর জেলার সদর থানার লক্ষীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে। গত ৫ বছর আগে তাদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে কিছু মাস ধরে তানভীর তার স্ত্রীর সঙ্গে থাকছিলেন না। গত বুধবার রাতে তালাকের খবর পেয়ে তানভীর রতনপুর এলাকায় মোর্শেদা ও ফুলজানের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আগুন লাগিয়ে দেয় এবং ঘর থেকে বের হতে না পারে সেজন্য দরজা বন্ধ করে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। চিকিৎসকরা মোর্শেদাকে মৃত ঘোষণা করেন এবং ফুলজানকে রাত ৮ টায় মৃত ঘোষনা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় তানভীরের খোঁজে অভিযান শুরু করেছে।

Leave Your Comments