গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ সীমান্তে গ্রেপ্তার

Date: 2024-11-19
news-banner

ভারতে পালানোর চেষ্টার সময় যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে (৬০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম।

মেজর ফাহিম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে গাজীপুরের ৫ মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে পালানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ভোরে সীমান্ত এলাকায় সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারকৃত আসাদুর রহমান কিরণ গাজীপুর সদর উপজেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ মোট পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়।

পরে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানানো হয়।

বিজিবির এই সফল অভিযানের মাধ্যমে সীমান্তে নজরদারির কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবি জানিয়েছে, যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পলায়নের চেষ্টার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।

গ্রেপ্তারকৃত আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে গাজীপুর সদর থানা পুলিশ।

Leave Your Comments