গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) দুপুরে মহানগরীর কালি মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পূজামণ্ডপে অনুদান বিতরণ শেষে সংঘর্ষটি হয়।
জানা যায়, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে আয়োজন করা ওই অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির একটি অংশ গুলিবর্ষণ করে এবং চাপাতি নিয়ে হামলা চালায়। এতে মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু (৪৫), ২৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদার (৫২) এবং যুবদল নেতা অলিউল্লাহ তুহিন গুরুতর আহত হন।
শফিকুল ইসলাম টিটু ও সাবেদ তালুকদারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং চাপাতির কোপে আহত তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার নাজির আহমেদ খান জানান, পূর্ব শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে এবং জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক মঞ্জুরুল করিম রনি দেশের বাইরে থাকায় সেখানে তার সমর্থকদের মধ্যে এই বিরোধ সংঘটিত হয় বলে জানা যায়।