স্বাধীন ডেস্ক:
গাজীপুরে বেতন ও ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেছে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর, চন্দ্রা, এবং গাজীপুর সদরের শিরিরচালা এলাকায় শ্রমিকরা তাদের দাবির পক্ষে আন্দোলনে নামেন। তাদের দাবি আদায়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড এবং নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এদিকে, বেক্সিমকো গ্রুপের শ্রমিকরাও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে যোগ দেন।
গাজীপুর সদরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও কর্মবিরতি পালন করছে। তাদের অভিযোগ, পূর্বে বিভিন্ন দাবি উপস্থাপনের পরও কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি, এক শ্রমিককে পরিকল্পিতভাবে মারধরের অভিযোগে তারা এ কর্মবিরতি পালন করছে।
টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন ড্রেস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এছাড়া, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। ভেরিতাস ফার্মাসিটিক্যাল লিমিটেডের শ্রমিকরাও ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, বিক্ষোভরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করা হচ্ছে।