ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু

Date: 2024-10-18
news-banner
ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত "এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে" এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা মহল্লার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তিনি নিজেই তার মাইক্রোবাসে গ্যাস নেওয়ার জন্য ঢুলিভিটা এলাকার ওই স্টেশনে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফারুক যখন গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন, তখন স্টেশনের কর্মীরা তার মাইক্রোবাসের পেছনের সিলিন্ডারে গ্যাসের সংযোগ দিচ্ছিল। এ সময় ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়, যার ফলে ফারুক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন ঢাকা পোস্টকে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ফারুকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Leave Your Comments