গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালে এ গ্রেপ্তার কার্যকর করা হয়।
কৌশিক হোসেন তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনে আস্থাভাজন হিসেবে পরিচিত। সরকারের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছান। সরকারি প্রভাবের কারণে তাপসকে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের দায়িত্বও দেওয়া হয় বলে জানা যায়।
বিতর্কিত এক ঘটনায়, বলিউড অভিনেত্রী সানি লিওনকে বাংলাদেশে নিয়ে আসার নিষেধাজ্ঞা সত্ত্বেও তাপস তাকে দেশে আমন্ত্রণ জানান, যা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। তৎকালীন তথ্যমন্ত্রী এ বিষয়ে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করলেও তাপস তা উপেক্ষা করেন।
এ ছাড়া, গত ৪ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ‘গান বাংলা’র কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। ১০ তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে অবস্থিত স্টুডিও, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেলসহ মূল্যবান সরঞ্জামাদি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। ভবনের বাইরে থাকা মোটরসাইকেল ও গাড়িতেও আগুন দেওয়া হয়। এতে চ্যানেলটির কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে প্রতিষ্ঠানটি দাবি করে।
তাপসের গ্রেপ্তারের পর তার সরকারি সম্পর্ক এবং বিভিন্ন বিতর্কিত ঘটনার বিষয়গুলো পুনরায় সামনে এসেছে।