গাইবান্ধার সাত থানার ওসিদের একযোগে বদলি

Date: 2024-09-30
news-banner

গাইবান্ধা জেলার সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলির আদেশ জারি করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে তাদেরকে বিভিন্ন স্থানে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন। এছাড়া সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম, পলাশবাড়ী থানার ওসি এম আজমিরুজ্জামান, এবং ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়াকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এদিকে, সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম-১ কে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন), গোবিন্দগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এবং সাঘাটা থানার ওসি শফিকুল ইসলাম-২ কে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

Leave Your Comments