গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতানা বালুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে আবু বকর (৭) এবং ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু রহমানের ছেলে হোসাইন (৭)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ খ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সঙ্গে গোসল করতে নামে ওই দুই শিশু। একপর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি আরও জানান, সুরতহাল শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।