চট্টগ্রামের ফটিকছড়িতে মো. সরোয়ার নামে এক সিএনজি শ্রমিক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানিয়েছেন, শ্রমিক নেতা সরোয়ারকে আটকের প্রতিবাদে সিএনজি শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় ব্যারিকেড দেয়। এই অবস্থায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ বাধে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. শাহাদাৎ (২২), আবদুল আল টিটু (৩৫), মো. সোহেল (২৫) এবং তানভীর চৌধুরী (২৫)। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন মাস্টার দাবি করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত। তিনি জানান, আসলে জামায়াতের সঙ্গে সরাসরি সংঘর্ষ নয়, শ্রমিকদের সঙ্গে বিএনপির মারামারি হয়েছে।
এদিকে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না অভিযোগ করেন, শ্রমিকলীগ নেতা সরোয়ার শ্রমিকদের জিম্মি করে চাঁদাবাজি করছিলেন, এবং ছাত্রদল এর প্রতিবাদ করায় সংঘর্ষ হয়।
এসআই আবু জাফর আরও জানান, সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পুলিশ যথাসময়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।