দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের চমকে দিলেন তার অনন্য পোশাক নির্বাচন ও শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে। গত রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-এ জয়া হাজির হয়েছিলেন একটি বিশেষ জামদানি শাড়িতে, যা তৈরি করতে লেগেছে ছয় মাস। এই শাড়ির কারুকাজ ও শৈল্পিকতার প্রশংসা করছেন তার ভক্ত ও সমালোচকরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ফিল্মফেয়ারের কিছু ছবি শেয়ার করে জয়া তার জামদানি শাড়ি পরার পেছনের পরিকল্পনার কথা জানান। ছবিতে তাকে বাহারি সাজে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। শাড়িটির নকশা এবং পরার ভঙ্গিমা বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।
জয়া তার পোস্টে লিখেছেন, "সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।"
ছবিগুলোর নিচে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশংসা করেছেন জয়ার এই সৃজনশীলতার, আবার কেউ শাড়ি পরার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই তার ঐতিহ্যবাহী পোশাক উপস্থাপনার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
জয়ার এই বিশেষ জামদানি শাড়ি শুধু তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলেনি, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকেও তুলে ধরেছে আন্তর্জাতিক মঞ্চে। জয়ার মতে, পোশাকের মাধ্যমেই তিনি তার সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে চান এবং এই উদ্যোগে তিনি সফল হয়েছেন বলেই মনে করছেন তার অনুসারীরা।
জয়া আহসানের এই উপস্থিতি তাকে শুধু একজন সফল অভিনেত্রী নয়, বরং একজন সাংস্কৃতিক দূত হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।