মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক আবারও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ৫০ ভিত্তি পয়েন্ট বা বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যার ফলে ওভারনাইট রেপো সুদহার ১০ শতাংশে উন্নীত হবে। এই পরিবর্তন আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে, যা দেশের ঋণ ও ব্যাংকিং পণ্যের সুদের হারকেও প্রভাবিত করবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার অংশ হিসেবে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) নিম্নসীমা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে রাখা এ নীতির মূল লক্ষ্য। চলতি বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায়, যা ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে সংকোচনমূলক পদক্ষেপ গ্রহণ করছে, এবং এই নীতিগত সুদহার বৃদ্ধি বাজারে অর্থের সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশে গত বছর মার্চ মাস থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তগুলো নিয়ে আসছে। ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধির ফলে ঋণগ্রহণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে, যা বাণিজ্যিক কার্যক্রমে প্রভাব ফেলবে।
এর আগে আগস্ট এবং সেপ্টেম্বরে নীতি সুদহার বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক। তবে, দেশব্যাপী উচ্চমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে নতুন এই পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার ইঙ্গিত দেয়।