আওয়ামী লীগ নেতা ফারুক খান গ্রেপ্তার

Date: 2024-10-15
news-banner
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানকে সোমবার রাতে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, ফারুক খানকে ঢাকা ক্যান্টনমেন্টের তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুক খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ছিলেন।

উল্লেখ্য, তিনি ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়লাভ করেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার জন্ম ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায়। সামরিক বাহিনীতে দীর্ঘদিন চাকরি শেষে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

Leave Your Comments