মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে
Date: 2024-11-10
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি উন্নতমানের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ৫.২ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় মার্কিন সহায়তা তহবিলের অর্থ ব্যবহার করা হবে। ভবিষ্যতে আরও ২৫টি বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি শক্তিশালী করার অংশ হিসেবে আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান ইতিমধ্যেই অঞ্চলে পৌঁছে গেছে। এর আগেই পেন্টাগন ঘোষণা করেছিল যে, ইরানসহ অন্য কোনো পক্ষ আমেরিকান কর্মী বা অঞ্চলকে আক্রমণ করলে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছায়, যা ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বুধবার (৬ নভেম্বর) চুক্তির আওতায় আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা নির্মিত ২৫টি উন্নতমানের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
নতুন এফ-১৫ যুদ্ধবিমানগুলির দৈর্ঘ্য ১৯.৪৫ মিটার, প্রস্থ ১৩.০৫ মিটার এবং উচ্চতা ৫.৬৪ মিটার। দুই আসনের এ বিমানের খালি ওজন ১৪ হাজার ৫০০ কেজি এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৭ হাজার কেজি। যুদ্ধবিমানটি হাইপারসনিক অস্ত্র বহন ও পরিচালনা করতে সক্ষম, যা প্রায় ২২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানসহ অন্যান্য প্রতিপক্ষকে আরও সতর্ক করবে এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ককে শক্তিশালী করবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more