ব্রাহ্মণবাড়িয়াতে স্ত্রীর হাতে স্বামী ৯ টুকরা

Date: 2024-10-02
news-banner

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে লাশ টুকরো করার অভিযোগ উঠেছে স্ত্রী মোমেনা বেগমের বিরুদ্ধে। পরে তার ছেলে ও মেয়ের সহযোগিতায় লাশটি নয় টুকরো করে ইট দিয়ে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখার ঘটনাটি জানাজানি হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায়, ঘটনার চার দিন পর পুলিশ লাশ উদ্ধার করে এবং স্ত্রী মোমেনা বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে লাকীকে আটক করে। নিহত অরুন মিয়া, ফরদাবাদ গ্রামের সুরুজ ব্যাপারীর ছেলে, গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুন মিয়া তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন মোমেনা বেগমকে। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চরমে পৌঁছায়।

গত শুক্রবার বিকেল থেকে অরুন মিয়া নিখোঁজ থাকার পর সোমবার তার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা একটি সেফটিক ট্যাংকের কাছে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে, যা পরে অরুন মিয়ার ছেলে শনাক্ত করে।

বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল জানান, পারিবারিক কলহের জের ধরেই অরুন মিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments