ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যেই দেশ ছাড়ার প্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে ৪০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা গত বছরের তুলনায় তিন গুণ বেশি। মারিভ পত্রিকা এবং টাইমস অব ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী, চলমান যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে বহু ইসরায়েলি অন্য দেশে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। জরিপে উঠে এসেছে, ২৩ শতাংশ ইসরায়েলি ইতিমধ্যে দেশ ছাড়ার চিন্তা করছেন, আর ৯ শতাংশ দ্বিধাগ্রস্ত রয়েছেন।
গাজা এবং লেবাননের সাথে ইসরায়েলের চলমান সংঘর্ষ দেশটির সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করেছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অর্থনৈতিক সংকটও গভীর হয়েছে। এ কারণে প্রচুর ইসরায়েলি তাদের সম্পদ বিদেশে ট্রান্সফার করছেন। চলতি বছরের প্রথম সাত মাসে প্রায় ৭০০ কোটি ডলার বিদেশে পাঠিয়েছেন ইসরায়েলিরা।
মারিভ পত্রিকার মতে, এই দেশত্যাগের ফলে ইসরায়েল "ব্রেন ড্রেন" সমস্যার সম্মুখীন হচ্ছে। ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট এবং প্রযুক্তি বিশেষজ্ঞসহ অনেক মেধাবী পেশাদার ব্যক্তি দেশ ছেড়ে নিরাপত্তা ও ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। দেশটির রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশি নাগরিকত্ব গ্রহণের হারও বেড়ে গেছে, যাতে যেকোনো সময় যুদ্ধের পরিস্থিতি আরো খারাপ হলে দ্রুত নিরাপদে চলে যাওয়া সম্ভব হয়।
ইসরায়েলের এই সংকট সামগ্রিকভাবে দেশটির অর্থনীতি ও ভবিষ্যতকে বিপন্ন করে তুলছে।