লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় একটি ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান পরিচালনার ঘোষণা দেয়। ইসরায়েলের দাবি, এই হামলা হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হচ্ছে, যা তাদের শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।
আইডিএফ জানায়, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্লু লাইনের কাছে অবস্থিত দক্ষিণ লেবাননের কিছু গ্রামে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহর অবস্থানগুলো, যা ইসরায়েলি শহরগুলোর জন্য সরাসরি হুমকি তৈরি করছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলাটি সীমিত বলে দাবি করা হলেও লেবাননের সীমান্তবর্তী এলাকায় এটি উত্তেজনা বাড়াচ্ছে।
এর আগে, সোমবার রাতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ লেবাননে স্থল হামলার অনুমোদন দেয়। জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামলার আনুষ্ঠানিক ঘোষণার আগে, ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায়। এরপর স্থল, আকাশ ও কামান বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন নর্দান অ্যারোস’ নামে নতুন এই অভিযান শুরু হয়।
বর্তমান পরিস্থিতিতে লেবাননের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।