দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস

Date: 2024-10-23
news-banner

 দুর্নীতির মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্ট খালাস দিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

বাবরের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির। ২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ তাকে আট বছরের কারাদণ্ড প্রদান করেছিল, যা তিনি হাইকোর্টে আপিলের মাধ্যমে চ্যালেঞ্জ করেন।

মামলার পটভূমিতে জানা যায়, ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ টাকারও বেশি অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে ২০০৮ সালের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে একই বছরের ১২ আগস্ট আদালত বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আজকের রায়ের মাধ্যমে লুৎফুজ্জামান বাবর তার দীর্ঘদিনের মামলায় খালাস পেলেন, যা তার আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


Leave Your Comments