শারদীয় দুর্গাপূজা ২০২৪: ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে ২ লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

Date: 2024-10-05
news-banner

শারদীয় দুর্গাপূজা ২০২৪ নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারা দেশের ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। শনিবার (৫ অক্টোবর) আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, "সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আনসার সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ‘অধিক গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে ৮ জন এবং ‘গুরুত্বপূর্ণ’ মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।"

এছাড়া, ৬৪ জেলায় ৯২টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিমও দায়িত্ব পালন করবে, যারা দ্রুত যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকবে। এই টিমগুলো পূজার সময় ১৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা টহল চালিয়ে যাবে।

আনসার মহাপরিচালক আরও জানান, পূজা শেষ হওয়ার সঙ্গেই মোতায়েনকৃত সদস্যদের ভাতা বিতরণ করা হবে, যা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং নাগরিকদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহায়তা করার আহ্বান জানান।

Leave Your Comments