কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শেখ হাসিনার পালিয়ে যাওয়া, দেশজুড়ে গণঅভ্যুত্থান ও সেই সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আলজাজিরা প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ড. ইউনূসের অভিজ্ঞতা, মতামত এবং পরিস্থিতি বিশ্লেষণ উঠে এসেছে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে আলজাজিরার সাংবাদিক ড. ইউনূসকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। ওই সময় তিনি অবাক হয়েছিলেন কিনা জানতে চাইলে ড. ইউনূস বলেন, "সবাই অবাক হয়েছিল। কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন।"
ড. ইউনূস জানান, শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল গণভবন। শেখ হাসিনা পরিস্থিতির চাপে পড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি আরও বলেন, "এত বিশাল পরিমাণ মানুষ একত্রিত হয়ে এমন অভূতপূর্ব আন্দোলন সৃষ্টি করবে, এটি কেউ আশা করেনি। পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।"
তবে এই বক্তব্যের বিরোধিতা করেন সাক্ষাৎকার গ্রহণকারী। তিনি ড. ইউনূসকে থামিয়ে বলেন, "না, পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে ছিল।"
ড. ইউনূস পাল্টা জবাবে বলেন, "অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কী নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তারা ক্ষমতাশালী ছিল।"
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয়। লাখ লাখ মানুষ তার সরকারি বাসভবন গণভবনের দিকে অগ্রসর হলে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এই ঘটনাটি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
এই সাক্ষাৎকার নতুন করে ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং গণঅভ্যুত্থান নিয়ে আলোচনার সূত্রপাত করেছে।