দুই গুণী শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা

Date: 2024-10-09
news-banner
কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয়ে দুই গুণী শিক্ষিকাকে মঙ্গলবার (৮ অক্টোবর) জমকালো আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা বেগম ও রওশন আরা বেগম, যাঁরা যথাক্রমে ৪০ ও ৩৯ বছর শিক্ষকতা করে অবসরে যাচ্ছেন, তাঁদের বিদায় জানাতে শিক্ষার্থীরা ফুলে সাজানো গাড়িতে তাঁদের বাড়ি পৌঁছে দেয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠান। প্রিয় শিক্ষিকাদের বিদায় জানাতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী শিক্ষিকাদের সম্মানে করতালি দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রওশন আরা বেগম বিদায়ের প্রতিক্রিয়ায় বলেন, “৩৯ বছর ধরে বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে ভালো লাগার দিন। এমন ভালোবাসার সম্মান পেয়ে আমি অভিভূত।”

সাবেক শিক্ষার্থী মাহফুজা আক্তার মুন্নি বলেন, “রওশন আরা ও সেলিনা ম্যাডাম শুধু গুণী শিক্ষিকাই নন, তাঁদের ব্যক্তিত্ব, মাতৃস্নেহ এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা দেখে যেকোনো মানুষ তাঁদের অনুকরণ করবে। আগামীর শিক্ষার্থীরা তাঁদের অভাব অনুভব করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুপ কুমার বণিক। বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করেন সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, সহকারী শিক্ষক মোক্তার হোসেনসহ অন্যরা।

Leave Your Comments