ডিএমপিতে পাঁচ উপ-পুলিশ কমিশনারের পদায়ন

Date: 2024-10-01
news-banner

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। উপ-কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) পদে ছিলেন এম তানভীর আহমেদ, যাকে এখন উপ-কমিশনার (পিওএম-পশ্চিম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ হারুন অর রশিদ, যিনি উপ-কমিশনার (পিওএম-উত্তর) ছিলেন, তাকে এখন উপ-কমিশনার (পিওএম-পশ্চিম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, উপ-কমিশনার (অপারেশনস) মো. রফিকুল ইসলামকে ডিএমপির উপ-কমিশনার (ক্রাইম) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির এই পদায়নগুলো ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


Leave Your Comments