দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বেবী নাজনীন

Date: 2024-11-09
news-banner

 যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন আগামী রোববার (১০ নভেম্বর) দেশে ফিরছেন। রাজনৈতিক পরিস্থিতি ও কাজের ক্ষেত্রের বাধাগ্রস্ত পরিবেশের কারণে একসময় দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে এবার দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই জনপ্রিয় শিল্পী।

বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার চার দশকেরও বেশি দীর্ঘ, যার মধ্যে আধুনিক বাংলা গানের জগতে তিনি অবিস্মরণীয় অবদান রেখেছেন। অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম ও অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ি, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের শাসনামলে তাঁর পেশাগত জীবন নানা বাধার সম্মুখীন হয়। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও মঞ্চে কাজ করতে গিয়ে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হন, যার ফলে সংগীতচর্চায় অনেকটাই পিছিয়ে পড়তে হয় তাঁকে। শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে দেশে থাকাটা কঠিন হয়ে পড়ায় তিনি প্রবাস জীবন বেছে নেন।

তবে প্রবাসে থেকেও তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বজুড়ে। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের কাছে সংগীতের মাধ্যমে দেশকে তুলে ধরেছেন এবং তাঁদের কাছে সমাদৃত হয়েছেন।

বেবী নাজনীন জানান, “দেশের মাটিতে ফিরতে পারাটা সবসময়ই স্বপ্ন ছিল। আশা করছি, এবার দেশে থেকে সংগীতজগতে আবার সক্রিয়ভাবে কাজ করতে পারব।”

বেবী নাজনীনের এই প্রত্যাবর্তন তাঁর ভক্তদের জন্য এক বড় আনন্দের বিষয়। দেশের সংগীতাঙ্গন তাঁকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

Leave Your Comments