বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হলেন ড.ফাহমিদা আকতার খাতুন
Date: 2024-09-19
স্বাধীন ডেস্ক :
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা আকতার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর আর্টিকেল ৯(৩)(সি) অনুযায়ী, ড. ফাহমিদা খাতুনকে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ প্রদান করা হয়েছে। ফাহমিদা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) গবেষণা করেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স সম্পন্ন করেন এবং সেখান থেকেই পিএইচডি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
ড. ফাহমিদা খাতুন ২০১৭ সাল থেকে সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০০৮-২০১১ সাল পর্যন্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন কমিটির (আঙ্কটাড) প্রডাক্টিভ ক্যাপাসিটি-বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য।
তিনি বিভিন্ন সময়ে ইউএনডিপি, ইউএসএআইডি, এবং নরওয়ের ক্রিশ্চিয়ান মিকেলসেন ইনস্টিটিউটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more