বিবাহবার্ষিকীতে দীপিকার প্রতি রণবীরের ভালবাসার উপহার, সমাজমাধ্যমে ভাগ করলেন স্ত্রীর বিশেষ মুহূর্তগুলো

Date: 2024-11-14
news-banner

 দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের বিবাহবার্ষিকীতে স্বামী রণবীর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি ও একটি বিশেষ ভিডিও। ২০১৮ সালে এই দিনে ইতালির লেক কোমোতে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি, এবং এ বছর তাদের দাম্পত্য জীবন ছয় বছরে পা দিল।

পোস্টে রণবীর শেয়ার করেন দীপিকার ১৪টি ছবি ও একটি ভিডিও, যেখানে দীপিকার বিভিন্ন মুহূর্তের ছবি উঠে এসেছে। ভিডিওতে দীপিকাকে প্রাণখোলা হাসিতে দেখা যায়, রণবীর সেখানে সোনু নিগমের গাওয়া "হাসতি রহে তু" গানটি যুক্ত করেন, যা প্রকাশ করে দীপিকার হাসিই তাঁর জন্য সবচেয়ে প্রিয়। ছবিগুলোতে দীপিকার অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবিও রয়েছে, যা এই বিশেষ বছরের আরও একটি নতুন অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।

রণবীর পোস্টে লিখেছেন, "প্রতিদিনই স্ত্রীর প্রশংসার দিন, কিন্তু আজ বিশেষ দিন। শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।"

সম্প্রতি, তাদের জীবনে এসেছে কন্যাসন্তান দুয়া, তবে এই পোস্টে রণবীর সেই খুশির বিষয়টি না এনে শুধুমাত্র দীপিকার ছবিই ভাগ করেছেন। এই পোস্টটি ভক্তদের মনে তাঁদের বিশেষ দিনটির অনুভূতি আরো গভীরভাবে তুলে ধরে।

Leave Your Comments