বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ সকাল ৯টায়

Date: 2025-02-02
news-banner
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে সম্পন্ন হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাতিনি আরও জানান, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সংশ্লিষ্ট সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
যৌতুকবিহীন গণবিবাহশনিবার (১ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। বাদ আসর, ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি অনুসারে এই বিয়ে সম্পন্ন হয়। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতি বছরের মতো এবারও ৬৩ যুগলের এই আয়োজন করা হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
বিশ্ব ইজতেমার সূচনা ও অংশগ্রহণকারীরাবৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। প্রথম ধাপের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ব ইজতেমার ময়দানে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের মুসল্লিদের ঢল নামে।
ইজতেমার ধাপ ও পরবর্তী আয়োজনবিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজন৮ দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

Leave Your Comments