ধেয়ে আসছে সুপার টাইফুন ম্যান-ই, বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা

Date: 2024-11-16
news-banner

প্রতি বছরের মতো এবারও ফিলিপাইন বড় ধরনের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে। সুপার টাইফুন ম্যান-ই শনিবার (১৬ নভেম্বর) রাত বা রোববার সকালে লুজন দ্বীপের পূর্বাঞ্চলে ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাইফুনটির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের পাশাপাশি সমুদ্রে ১০ মিটার উঁচু ঢেউ উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

টাইফুন ম্যান-ইর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া অন্তত ডজনখানেক ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ঝড়ের গতিপথে থাকা ছয়টি প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

আবহাওয়া বিভাগের বরাতে জানানো হয়েছে, টাইফুনটি ক্যাটান্ডুয়ানস থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে লুজন দ্বীপের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। এজন্য ক্যাটান্ডুয়ানস এবং ক্যামারিনিস সুর রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান এরিয়েল নেপোমুসেনো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “ভূমিধস-প্রবণ এলাকায় ঝড়টি মারাত্মক প্রভাব ফেলতে পারে। ভারি বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং ঢেউয়ের ফলে বন্যা ও জলোচ্ছ্বাস হতে পারে।”

প্রতি বছর গড়ে ২০টির মতো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফিলিপাইনে আঘাত হানে। এর ফলে ভারি বৃষ্টিপাত, প্রবল ঝড় এবং ভূমিধসের মতো বিপর্যয়ের ঘটনা ঘটে। গত অক্টোবরে লুজন দ্বীপে ঘূর্ণিঝড় ট্রামি এবং কং-রের আঘাতে ১৫৯ জন নিহত এবং ২২ জন নিখোঁজ হন।

সুপার টাইফুন ম্যান-ইর সম্ভাব্য আঘাতে পুরো অঞ্চলজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave Your Comments