ধানমন্ডির শুক্রাবাদে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

Date: 2024-09-28
news-banner

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের বাবা-মা ও শিশু দগ্ধ হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) এবং তাদের তিন বছরের ছেলে মো. বায়জিদ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মোহাম্মদ টোটন গণমাধ্যমকে জানান, শিশুর জন্য পানি গরম করতে চুলায় আগুন জ্বালানোর সময় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, "তিনজনের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এ ঘটনায় ধানমন্ডি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাসিন্দাদের গ্যাস লিকেজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments