মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার সড়কে দেখা গেল ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের পক্ষে অভিনব প্রচারণা। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বয়সের একদল মানুষ বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা বের করে তার প্রতি সমর্থন জানিয়ে প্রচারণা চালায়। তাদের হাতে ছিল কমালা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল- "ভোট ফর কমালা হ্যারিস"। যদিও প্ল্যাকার্ডে কমালার ইংরেজি বানানে ভুল দেখা যায়।
প্রচারণাকারীরা জানান, মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এক লাখেরও বেশি ভোটারের ভোট রয়েছে। তারা কমালা হ্যারিসের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ প্রচারণা চালাচ্ছেন। তাদের প্রত্যাশা, কমালা হ্যারিস নির্বাচিত হলে বাংলাদেশি আমেরিকানদের জন্য কাজ করবেন এবং তাদের সমস্যার প্রতি মনোযোগ দেবেন।
এই ব্যতিক্রমী প্রচারণা বাংলাদেশে মার্কিন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত জীবনের প্রত্যাশা প্রদর্শন করে।