ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি বুধবার প্রকাশ

Date: 2024-10-01
news-banner

আগামী বুধবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ আজ (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ বলেন, "আমরা সভাপতি ও সেক্রেটারির পরিচয় দেওয়ার পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামীকাল এই কমিটি জনসম্মুখে প্রকাশ করা হবে।" তবে কত সদস্য বিশিষ্ট কমিটি হবে, তা তিনি উল্লেখ করেননি। তিনি জানান, কমিটি প্রকাশের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নতুন কমিটি না আগের কমিটি পুনরায় ঘোষণা করা হবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটি নতুন কমিটি নয়। জানুয়ারিতে আমাদের কমিটি গঠন হয়েছে। সুতরাং, মূলত জনসম্মুখে পরিচয় করানোর জন্যই এ অনুষ্ঠান হচ্ছে।"

এর আগে, ২১ সেপ্টেম্বর ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি ফরহাদ আত্মপ্রকাশ করেন, যিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দিন হলের বাসিন্দা ছিলেন।

ছাত্রশিবিরের এই নতুন পূর্ণাঙ্গ কমিটি কীভাবে কাজ করবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আগ্রহ ও কৌতূহল দেখা যাচ্ছে।

Leave Your Comments