ঢাকা সফরে আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট, অন্তর্বর্তী সরকার সম্পর্কে জানবেন

Date: 2024-11-13
news-banner

ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের সফরে ঢাকা আসছেন। এটি অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো ব্রিটিশ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় আসবেন তিনি। ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের মনোভাব বুঝতে ও সম্পর্ক জোরদারে তাকে পাঠাচ্ছে ব্রিটিশ সরকার।

সূত্র অনুযায়ী, ঢাকায় অবস্থানকালে ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পারেন। এ বৈঠকে আইপিএসের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন সম্পর্কিত বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

ঢাকার এক কূটনীতিক জানিয়েছেন, এ সফরে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং তার অগ্রগতি তুলে ধরা হবে। ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সংস্কার কার্যক্রমে কীভাবে যুক্ত হতে পারেন, সেই বার্তা দিতেও আগ্রহী হতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ক্যাথরিন ওয়েস্টকে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জের বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক দেখভাল করেন।

Leave Your Comments