আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৈঠকের সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথ খুঁজে বের করা। তিনি বলেন, “আমরা চাই ভালো সম্পর্ক। তবে সেটা দুই পক্ষ থেকে চাইতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে।”
বৈঠকে আলোচনা হতে পারে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভিসা জটিলতা, ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি এবং বাংলাদেশি পণ্যের রপ্তানিতে বাধা নিয়ে। এছাড়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা, রাজনৈতিক বোঝাপড়া এবং সাম্প্রতিক কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে সাম্প্রতিককালে কিছু জটিলতা দেখা দিয়েছে। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং এর আগে কলকাতায় বাংলাদেশের পতাকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল পোড়ানোর ঘটনা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। হামলার ঘটনায় দিল্লি দুঃখ প্রকাশ করলেও এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে অস্বস্তি বিরাজ করছে।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা এখনও সীমিত। জরুরি চিকিৎসা এবং তৃতীয় দেশের সফরের জন্য ভিসা পাওয়া গেলেও স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পক্ষ থেকে জনবল সংকটের কথা বলা হলেও বৈঠকে এই সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বৈঠকে এই বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন দুই দেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা।